ঢাকাMonday , 14 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

দেশে সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি : প্রেস উইং

NEWS EDITOR
July 14, 2025 5:01 pm
Link Copied!

দেশে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ সময় গত ১০ মাসের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা, নাগরিকদের মধ্যে ভীতি এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে দাবি করা হয়েছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পরিসংখ্যনে এসব বৃদ্ধির প্রমাণ মেলেনি।

এতে বলা হয়েছে, সরকারি অপরাধ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর অপরাধ তীব্রভাবে বাড়ার দাবি সঠিক নয়। বরং বড় ধরনের অপরাধের মাত্রা গত ১০ মাস ধরে স্থিতিশীল রয়েছে।

পোস্টে আরও বলা হয়, সবচেয়ে গুরুতর অপরাধের মধ্যে কিছু কমেছে আর কিছু স্থিতিশীল রয়েছে। সামান্য কিছু ধরনের অপরাধের মাত্রা বেড়েছে। নাগরিকদের এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা নিয়ন্ত্রণ বজায় রাখছে বলেও বিশ্বাস রাখতে হবে। কেননা অপরাধের মাত্রা অপেক্ষাকৃত স্থিতিশীল রয়েছে।

পোস্টে গত পাঁচ বছর এবং গত ১০ মাসের অপরাধ পরিসংখ্যান সংযুক্ত করা হয়েছে। সকল পরিসংখ্যান পুলিশ সদর দপ্তর কর্তৃক সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে সিএ প্রেস উইং।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।