ঢাকাMonday , 14 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

ভোটার হতে আবেদন করা প্রবাসীদের তথ্য দিলেন এনআইডি ডিজি

NEWS EDITOR
July 14, 2025 5:02 pm
Link Copied!

বিদেশের মাটিতে বসে ভোট দিতে ৯ দেশ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৭১৩ জন ভোটার হতে আবেদন করেছেন বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

সোমবার (১৪ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের বিদেশে বসে ভোট দেওয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।

এনআইডি মহাপরিচালক বলেন, চলতি মাসে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ শুরু হবে। এ ছাড়া আগামী ২ মাসের মধ্যে আরও পাঁচ দেশসহ এ বছর মোট ২৫ দেশে এই কার্যক্রম চালানো হবে। এই সংখ্যা প্রত্যাশার চেয়ে কম।

প্রবাসীদের ভোটার হওয়ার আহ্বান জানিয়ে এ এস এম হুমায়ুন কবীর বলেন, দূতাবাস ও ইসি আরও দ্রুত প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে সর্বোচ্চ চেষ্টা করছে। ভবিষ্যতে প্রবাসীদের আরও কাছে এই সেবা পৌঁছে দিতে নিবন্ধন কেন্দ্র বাড়ানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।