ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

ট্রায়াল রুম হোক বা হোটেল, এখন গোপন ক্যামেরা খুঁজে নিন নিজেই

NEWS EDITOR
July 15, 2025 3:55 am
Link Copied!

কাজের ব্যস্ততা আর ক্লান্তি ভুলে যেতে অনেকেই বেরিয়ে পড়েন ছুটি কাটাতে। প্রিয় কোনো পাহাড়, সমুদ্র বা শহর ছুটির সময় মানুষ খোঁজেন একটু নিরিবিলি জায়গা, আরামদায়ক হোটেল আর নিশ্চিন্ত সময় কাটানোর সুযোগ। তবে মাঝে মধ্যেই এই আনন্দে পানি ঢেলে দেয় একটা চিন্তা হোটেল রুমে বা ট্রায়াল রুমে লুকানো গোপন ক্যামেরা নেই তো!

এমন ভয় অনেকের মধ্যেই থাকে। এখনকার সময়ে এটি অস্বাভাবিকও না। তবে চিন্তা না করে যদি কিছু সহজ কৌশল জেনে নেন তাহলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন, আপনার হোটেল ঘরে লুকানো ক্যামেরা আছে কি না। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন কিছু সহজ টিপস দেওয়া হয়েছে, যা আপনি আপনার স্মার্টফোন দিয়েই ব্যবহার করতে পারেন।

রিফ্লেকশনের মাধ্যমে খোঁজ করুন ক্যামেরা

আপনার ফোনের ফ্ল্যাশলাইট অন করুন এবং ঘরের কোণ, আলমারি, ঘড়ি, স্পিকার বা টিভি রিমোটের মতো সন্দেহজনক জায়গাগুলোতে আলো ফেলুন। গোপন ক্যামেরার ছোট লেন্সে আলো পড়লে সেটা আপনার ফোনের ক্যামেরায় ছোট্ট আলোর প্রতিফলন হিসেবে দেখা যাবে।

ইনফ্রারেড লাইট শনাক্ত করুন

অনেক হিডেন ক্যামেরা ইনফ্রারেড আলো ব্যবহার করে, যা চোখে দেখা যায় না; কিন্তু ফোনের ক্যামেরায় ধরা পড়ে। রুমের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা দিয়ে ঘোরাফেরা করুন। কোথাও লালচে আলো চোখে পড়লে, সেটা ইনফ্রারেড লাইট হতে পারে এবং তার মানে সেখানে ক্যামেরা লুকানো থাকতে পারে।

হিডেন ক্যামেরা ডিটেকশন অ্যাপ ব্যবহার করুন

প্লে-স্টোর বা অ্যাপ স্টোরে অনেক অ্যাপ পাওয়া যায়, যেমন হিডেন ক্যামেরা ডিটেকটর , গ্লিন্ট ফাইন্ডার বা ফিং । এগুলো ফোনের সেন্সর ব্যবহার করে কাছাকাছি থাকা লুকানো ক্যামেরা বা রেকর্ডিং ডিভাইস খুঁজে বের করতে সাহায্য করে।

ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করে দেখুন

হিডেন ক্যামেরা যদি ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে, তাহলে সেটি হোটেলের নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারে। আপনার ফোন দিয়ে Wi-Fi স্ক্যান করুন এবং দেখুন অচেনা কোনো ডিভাইস কানেক্টেড আছে কি না। সন্দেহজনক কিছু দেখলে সতর্ক হন।

পোর্টেবল ক্যামেরা ডিটেকশন ডিভাইস ব্যবহার করুন

আপনি চাইলে ছোট ও পোর্টেবল হিডেন ক্যামেরা ডিটেকটর ডিভাইস কিনে নিতে পারেন। এগুলো বাজারে বা অনলাইনেই পাওয়া যায় এবং বেশ ভালোভাবে গোপন ক্যামেরা শনাক্ত করতে পারে।

যদি কিছু সন্দেহজনক মনে হয়, দেরি না করে হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজনে রুম পরিবর্তন বা অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। আপনার নিরাপত্তা এবং গোপনীয়তা সবার আগে।

মনে রাখবেন, ছোট কিছু সাবধানতা আপনার ভ্রমণকে করে তুলতে পারে আরও নিশ্চিন্ত ও নিরাপদ। তাই ব্যাগ গোছানোর সময়, একটু সচেতনতাও রেখে দিন সঙ্গে!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।