(স্টাফ রিপোর্টার, রংপুর)
রংপুর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। খালের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, খালটির প্রাণ ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং ইতোমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন,শ্যামা সুন্দরী খাল শুধু একটি খাল নয়—এটি রংপুর নগরের অক্সিজেন। এ খালের পানিপ্রবাহ সচল না হলে নগরের পরিবেশ ও জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই একে নতুনভাবে বাঁচাতে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।”
উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান,খালের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ড্রেজিং (খনন) কাজ করা হবে, যাতে পানিপ্রবাহ স্বাভাবিক হয়।খালের সঙ্গে যুক্ত ৬৮টি প্রবেশপথে ছাঁকনি (ফিল্টার) বসানো হবে, যাতে বর্জ্য ও ময়লা পানি প্রবেশ করতে না পারে। নগরবাসীকে সচেতন করে খালে ময়লা ফেলা বন্ধে জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হবে।খাল রক্ষায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করা হবে।
পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, রংপুর সিটি করপোরেশনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবেশবাদীরা।
শুধু সরকার নয়, নগরবাসীকেও সচেতন হতে হবে। খালে বর্জ্য না ফেলে, এটি রক্ষায় সকলে এগিয়ে এলে শ্যামা সুন্দরী খাল আবারও ফিরে পাবে তার সৌন্দর্য ও ঐতিহ্য।”এই উদ্যোগ বাস্তবায়ন হলে শ্যামা সুন্দরী খাল শুধু রংপুরের নয়, বরং দেশের অন্যতম পরিচ্ছন্ন ও সুসংগঠিত খাল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।