ঢাকাThursday , 17 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

৮০ হাজার গোপন ছবি-ভিডিওসহ নারী গ্রেপ্তার, করতেন ব্লাকমেইল

NEWS EDITOR
July 17, 2025 5:11 am
Link Copied!

থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের (ভিক্ষু) সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে তাদের গোপন ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করতেন। পুলিশ জানিয়েছে, মিস গল্ফ নামে পরিচিত ওই নারী অন্তত নয়জন ভিক্ষুর সঙ্গে যৌন সম্পর্ক করেন। গত তিন বছরে এভাবে তিনি প্রায় ৩৮৫ মিলিয়ন বাত (১২ মিলিয়ন ডলার) আদায় করেন।

তদন্তে দেখা গেছে, তিনি এসব সম্পর্কের ছবি ও ভিডিও সংরক্ষণ করতেন। অভিযানে তার বাসা থেকে ৮০ হাজারের বেশি ছবি ও ভিডিও উদ্ধার হয়েছে।

মামলার সূত্রপাত হয় চলতি বছরের জুনে। তখন ব্যাংককের একজন ভিক্ষু হঠাৎ সন্ন্যাস ত্যাগ করেন। পরে জানা যায়, ওই নারী তাকে গর্ভধারণের দাবি করে ৭ মিলিয়ন বাত চেয়েছিলেন।

পুলিশ জানায়, একই কৌশলে তিনি একাধিক ভিক্ষুর কাছ থেকে অর্থ আদায় করেন। এসব অর্থের একটি বড় অংশ অনলাইন জুয়ায় ব্যয় হয়েছে বলেও ধারণা করছেন তদন্তকারীরা।

ওই নারীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল, মানি লন্ডারিং ও চুরি করা সম্পদ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান। সঙ্ঘ সর্বোচ্চ পরিষদ তদন্ত কমিটি গঠন করেছে। সরকারও ভিক্ষুদের জন্য কঠোর শাস্তির বিধান আনতে যাচ্ছে।

দেশটিতে ৯০ শতাংশের বেশি মানুষ বৌদ্ধধর্মে বিশ্বাসী এবং ভিক্ষুদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভিক্ষুদের নানা অনিয়ম, যৌন কেলেঙ্কারি ও মাদক সংক্রান্ত অভিযোগে সঙ্ঘ প্রতিষ্ঠানকে ঘনঘন বিতর্কের মুখে পড়তে হচ্ছে।

সম্প্রতি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণ ৮১ জন ভিক্ষুকে দেওয়া রাজকীয় উপাধি বাতিল করেছেন। তিনি বলেছেন, এসব ঘটনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মনে গভীর আঘাত দিয়েছে।

তথ্যসূত্র : বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।