ঢাকাThursday , 17 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

নিহত ৯৩ / গাজা ও সিরিয়ায় একযোগে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল

NEWS EDITOR
July 17, 2025 2:12 am
Link Copied!

গাজা ও সিরিয়ায় একযোগে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় গাজায় কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ৩০ জন মানুষও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এই সময়ে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক ও সুয়েইদা শহরে বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির ইসরায়েলি চক্রান্ত বলে নিন্দা জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৮ হাজার ৫৭৩ জন নিহত ও ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েল দাবি করছে, হামাসের ওই হামলায় তাদের ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি নাগরিককে অপহরণ করা হয়।

গাজার দক্ষিণে খান ইউনিসে নিহতদের নিয়ে শোকাহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে নাসের হাসপাতালের পরিবেশ। আহত ও নিহতদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মাধ্যমে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ও উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে।

তথ্যসূত্র : আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।