ঢাকাThursday , 17 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

ফরিদপুরের পথে এনসিপির নেতারা

NEWS EDITOR
July 17, 2025 6:40 am
Link Copied!

ফরিদপুরে বৃহস্পতিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। আগের সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে এই কর্মসূচি পিছিয়ে দিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়েছে।

এর আগে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছিল এনসিপি। এই কর্মসূচি ঘিরে সকাল ৯টার পর থেকে বিকেল পর্যন্ত চার দফায় হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, এনসিপির নেতাদের বুধবার রাতে ফরিদপুর আসার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের ওই ঘটনার পর তারা খুলনায় চলে যান। গতকাল রাতে সেখানে ছিলেন। আজ দুপুরে ফরিদপুরে পথসভায় যোগ দেবেন।

এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক রাকিব হাসান বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। বৃষ্টির জন্য রাস্তার অবস্থা খারাপ। ফরিদপুরে দুপুর সাড়ে বারোটার মধ্যে প্রোগ্রাম ধরা কঠিন হয়ে পড়বে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ও র ্যাবের সদস্যরা টহল দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।