ঢাকাFriday , 18 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

কেন ৩০০ কেজি সোনার গহনা পরেছিলেন ঐশ্বরিয়া?

NEWS EDITOR
July 18, 2025 5:51 am
Link Copied!

২০০৮ সালে মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিল আশুতোষ গোয়ারিকর নির্মিত ঐতিহাসিক-রোমান্টিক সিনেমা যোধা আকবর । হৃতিক রোশান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অসাধারণ অভিনয়ের পাশাপাশি, এই ছবির আরেকটি বড় আকর্ষণ ছিল রাজকীয় সাজসজ্জা। তবে সম্প্রতি সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য, যা নিয়ে রীতিমতো অবাক করবে দর্শকদের।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই সিনেমায় ঐতিহাসিক মুঘল আমলের বাস্তব চরিত্র ফুটিয়ে তুলতে, সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়েছিল প্রচুর পরিমাণে গহনা। তবে মজার ব্যাপার হলো, গহনাগুলো নকল ছিল না।
চলচ্চিত্রের একটি অংশে ঐশ্বরিয়া-হৃতিকের বিয়ের দৃশ্য দেখানো হয়। সেখানে বিয়ের সাজে টিকলি, ভারী ভারী গলার হারসহ নানা ধরনের গহনা দেখা যায় ঐশ্বরিয়ার শরীরে। তা ছাড়া হৃতিকের পোশাকও ভীষণ ঝলমলে ও ভারী কাজে ভরপুর ছিল। সম্প্রতি একাডেমি মিউজিয়ামের কালার ইন মোশনে যোধা আকবর সিনেমায় ব্যবহৃত ঐশ্বরিয়া রাই বচ্চনের পরিহিত সেই পোশাক প্রদর্শিত হয়, যা আকর্ষণ করে দর্শনার্থীদের।

সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চনের বধূ সাজে সেই লাল রঙের লেহেঙ্গা কেবল আইকনিক নয়, আক্ষরিক অর্থে ঐতিহাসিক। জানা যায়, এই সাজের জন্য প্রায় ৩০০ কেজি সোনার গহনা ব্যবহার করা হয়েছে, যা ২০০ জন কারিগর ৬০০ দিনের বেশি সময়ে তৈরি করেছিলেন। সম্পূর্ণ সেই বিয়ের সেটের ওজন ছিল ৩ কেজি ৫০০ গ্রাম। ঐশ্বরিয়া তার চরিত্রের সবচেয়ে কঠিন অংশগুলোর মধ্যে এটিকে অন্যতম বলে মন্তব্য করেছিলেন।

এ ছাড়াও সিনেমাটির জন্য যেসব অলংকার তৈরি করা হয়েছিল, তাতে ৪০০ কেজি সোনা এবং মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল। ২ শতাধিক কারিগর প্রায় ২ বছর ধরে কাজটি সম্পন্ন করেছিলেন। শুধু বিয়ের দৃশ্য বাদে, পুরো সিনেমাজুড়ে প্রায় ২০০ কেজি সোনা পরেছিলেন ঐশ্বরিয়া।

সিনেমাটি মুক্তির পর ঐশ্বরিয়া রাই বচ্চনের এই লুক মুগ্ধ করে দর্শকদের। নারীরা তার সাজসজ্জা অনুকরণ করতে শুরু করেন। যার কারণে সেই সময় নাকি রাজপুত গহনার চাহিদাও বেড়ে গিয়েছিল।

১৫৬২ সালের মুঘল সম্রাট আকবর, রাজপুত রাজকুমারী যোধাবাঈয়ের প্রেম এবং রাজনৈতিক জোটের বাস্তব গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১০৭ কোটি রুপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।