ঢাকাFriday , 18 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

নবজাতক কন্যার ছবি তুলতে নিষেধ করলেন সিদ্ধার্থ-কিয়ারা

NEWS EDITOR
July 18, 2025 5:57 am
Link Copied!

সদ্য বাবা-মা হয়েছেন জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গত মঙ্গলবার (১৫ জুলাই) তাদের ঘরে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। এই সুখবর নিজেরাই জানিয়েছেন তারা। এরপরই তারা এক অভিনব পন্থায় পাপারাজ্জিদের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তাদের নবজাতক কন্যার ছবি না তোলা হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার ১৬ জুলাই দুপুরে তারকা দম্পতি পাপারাজ্জিদের কাছে হালকা গোলাপি রঙের প্যাকেটে মিষ্টি পাঠিয়েছেন। সঙ্গে ছিল একটি কার্ড, যেখানে লেখা ছিল আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনো ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।

এই ঘটনা বলিউড পাড়ায় নতুন নয়। এর আগে বিরুষ্কা দম্পতি তাদের প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই একই ধরনের নো ফটো পলিসি অনুসরণ করেছেন।

সম্প্রতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও তাদের মেয়ে দুয়ার জন্মের পর পাপারাজ্জিদের সঙ্গে মিষ্টিমুখ করিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন যেন মেয়ের ছবি না তোলা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।