ঢাকাFriday , 18 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

নেপালের বিপক্ষে হামজা-সামিতকে পাচ্ছে না বাংলাদেশ

NEWS EDITOR
July 18, 2025 10:53 am
Link Copied!

সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এই ম্যাচগুলোতে থাকছেন না লেস্টারসিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডিয়ান প্রফেশনাল লিগে খেলা সামিত সোম। এই দুই প্রবাসী ফুটবলারের অনুপস্থিতি নিয়েই আলোচনা চলছে ফুটবল অঙ্গনে।

লেস্টারসিটির হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী বর্তমানে রয়েছেন ক্লাবের প্রাক-মৌসুম ক্যাম্পে। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের প্রস্তুতি পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি, তাই সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে কানাডার ক্যাভালরি এফসিতে খেলা মিডফিল্ডার সামিত সোম ওই সময় নিজের ক্লাবের লিগ ম্যাচে ব্যস্ত থাকবেন। ফলে তাকেও ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।

জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন গণমাধ্যমকে জানিয়েছেন, হামজা ও সামিতের দুজনেরই ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যস্ততা রয়েছে। সে কারণেই তারা এই দুটি ম্যাচে আসতে পারছে না।

এই প্রীতি ম্যাচের জন্য ক্যাম্পে জায়গা পেতে পারেন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া ফাহমিদুল ইসলাম এবং জাতীয় দলের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা প্রবাসী ফুটবলার কিউবা মিচেল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো জানায়নি কবে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে কিংবা অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতিও কখন শুরু হবে। এশিয়ান গেমসে কোচিং করানো হাভিয়ের কাবরেরা এবার জাতীয় দল ও যুব দলের খেলা একসঙ্গে পড়ায়, নতুন কোচ নিয়োগের কথাও শোনা যাচ্ছে।

নেপালের বিপক্ষে ম্যাচটি মূলত হংকং ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে হামজা-সামিতের মতো অভিজ্ঞ প্রবাসী ফুটবলারদের না থাকা দলের জন্য একটা বড় ধাক্কা বটে। এখন দেখার বিষয়, বিকল্পরা কতটা ভালোভাবে জায়গা পূরণ করতে পারেন এবং কেমন দল গঠন করে মাঠে নামবে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।