মো. মিজানুর রহমান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্বরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপি নানা কর্মসুচী গ্রহণ করেছে।
সে লক্ষ্যে শনিবার (১৯ জুলাই) দুপুরে রংপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ মসজিদ প্রাঙ্গণে গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে রংপুর জেলা ছাত্রদল সদস্য আমিনুল ইসলাম, কাউনিয়া কলেজ ছাত্রদলের সভাপতি আলেফনুর, সাধারণ সম্পাদক কাওছার, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, কলেজ শাখা ছাত্রদল নেতা রিয়াল, জনি, রিসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।