ঢাকাSaturday , 19 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

দুবাইয়ে আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ

NEWS EDITOR
July 19, 2025 7:08 am
Link Copied!

দীর্ঘ আলোচনার পর অবশেষে আলোচনার টেবিলে ফিরেছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার বিলম্বিত সিরিজ। অক্টোবর ২০২৫-এ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে পারে দুই দলের মধ্যে একটি হোয়াইট-বল সিরিজ যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে লিটন-রশীদরা।

মূলত ২০২৪ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের কথা ছিল বাংলাদেশের। তবে বিসিবি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট -এর কথা উল্লেখ করে সেই সফর স্থগিত করেছিল। এরপর আফগান বোর্ড প্রস্তাব দেয় জুলাই-আগস্টে ভারতীয় শহর গ্রেটার নয়ডায় একটি সীমিত ওভারের সিরিজ আয়োজনের, কিন্তু বর্ষাকালের আবহাওয়া উপযুক্ত নয় মনে করায় সেটিও হয়নি।

তবে এবার পরিকল্পনায় বাস্তবতার ছোঁয়া। দু দলই অক্টোবরের দ্বিতীয়ার্ধে ব্যস্ত থাকবে নিজ নিজ সিরিজে বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ, আর আফগানিস্তান সফর করবে জিম্বাবুয়ে। ফলে অক্টোবরের প্রথমার্ধে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে স্থগিত হওয়া হোয়াইট-বল সিরিজ নিয়ে এখন আমরা আফগান বোর্ডের সঙ্গে আলোচনা করছি। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়েই পরিকল্পনা। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে অক্টোবরেই সিরিজ আয়োজনের সম্ভাবনা বেশি।

তিনি আরও বলেন, এর আগেও আমরা আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছি, তবে সেটি স্থগিত হওয়া সফরের অংশ ছিল না। দুই টেস্টের ব্যাপারে ভবিষ্যতে সুবিধাজনক সময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মুখপাত্র সাইদ নাসিম সদাত বিষয়টি সংক্ষেপে নিশ্চিত করে বলেছেন, হ্যাঁ এর বেশি কিছু জানাতে রাজি হননি তিনি।

সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরেই আমরা দেখতে পারি বাংলাদেশ বনাম আফগানিস্তানের আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোয়াইট-বল সিরিজ এবং সেটি হবে আবার মরু শহর দুবাইয়ের ফ্লাডলাইটের নিচে!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।