ঢাকাMonday , 21 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

কাউনিয়ায় ব্রাক আইডিপি প্রোগ্রাম পরিদর্শন করলেন প্রতিনিধি দল

NEWS EDITOR
July 21, 2025 2:21 pm
Link Copied!

মো. মিজানুর রহমান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

 

কিশোর কিশোরীদের নিয়ে রংপুরের কাউনিয়ায় ব্রাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি) কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিনিধি দল। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রতিনিধি দলটি উপজেলার হরিশ্বর গ্রামে ব্রাক আইডিপি প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত স্বপ্ন সারথী এর কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তারা বাল্যবিবাহ রোধ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নসহ সচেতনতামূলক নানাদিক নিয়ে কিশোর কিশোরীদের সঙ্গে মতবিনিময় করেন। ব্রাক আইডিপি প্রোগ্রামের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধিরা ভবিষ্যতে আরও ফলপ্রসূ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি দলে ছিলেন- মিস্টার জন জেমস ইংল্যান্ড, আইডিপি প্রোগ্রাম রংপুরের প্রধান সমন্বয়কারী মো. গোলাম মোস্তফা, রংপুর জেলা ব্যবস্থাপক মো. সাইফুজ্জামান, পীরগাছা উপজেলা ব্যবস্থাপক মো. ফিরোজ উদ্দিন, কাউনিয়া থানার এসআই ডন কংকন, কাউনিয়া ব্রাক আইডিপি সংগঠক মো. শাজাহান সরকার প্রমূখ।

প্রতিনিধি দলের এই সফরে কিশোর কিশোরীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। কিশোর কিশোরীরা তাদের জীবনমানের উন্নয়ন ও অভিজ্ঞতা তুলে ধরেন। এর আগে প্রতিনিধি দলটি ব্রাক আইডিপি প্রোগ্রামের অন্যান্য কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।