ঢাকাMonday , 21 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

বার্সায় কোন জার্সি নম্বর বেছে নেবেন রাশফোর্ড?

NEWS EDITOR
July 21, 2025 6:04 am
Link Copied!

মার্কাস রাশফোর্ডের বার্সেলোনা অধ্যায় শুরু হতে চলেছে নতুন আশার আলো নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মৌসুমের ধারে স্প্যানিশ জায়ান্টদের শিবিরে যোগ দিচ্ছেন ইংলিশ ফরোয়ার্ড। রোববার (২০ জুলাই) বার্সেলোনায় পৌঁছেছেন তিনি এবং সোমবার মেডিকেল পরীক্ষা শেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পরিচিত হবেন কিউল সমর্থকদের কাছে।

রাশফোর্ডের বার্সা যাত্রার আগেই শুরু হয়েছে আরেকটি আলোচনার ঝড় তিনি কোন নম্বরের জার্সি পরবেন?

বার্সার উঠতি বিস্ময় লামিনে ইয়ামাল সম্প্রতি আনসু ফাতির কাছ থেকে ১০ নম্বর জার্সি গ্রহণ করেছেন, ফলে তার পুরোনো ১৯ নম্বর এখন খালি। এই ১৯ নম্বর রাশফোর্ডের জন্য বিশেষ, কারণ ম্যান ইউতে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিনিও এই নম্বরেই খেলেছেন।

তবে আরেকটি বিকল্প হলো কিংবদন্তি থিয়েরি অঁরির ১৪ নম্বর জার্সি। অঁরি ছিলেন রাশফোর্ডের ছেলেবেলার আদর্শ। ফলে সেই আবেগ থেকেও ১৪ নম্বরটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে তার কাছে।

তৃতীয় অপশন হলো ২২ নম্বর, যা সর্বশেষ পরেছিলেন ইলকাই গুনদোগান। এখন সেটিও রাশফোর্ডের জন্য খালি।

জার্সি নম্বরের বাইরেও আলোচনায় এসেছে রাশফোর্ডের বার্সেলোনা যাত্রার আর্থিক দিক। জানা গেছে, তিনি ২৫ শতাংশ বেতন কমিয়ে দিয়েছেন কাতালান ক্লাবের হয়ে খেলার স্বপ্নপূরণের জন্য। চুক্তিতে রয়েছে ৩০ মিলিয়ন ইউরোতে (প্রায় ৩৫ মিলিয়ন ডলার) স্থায়ীভাবে কেনার অপশনও।

প্রথমদিকে অ্যাস্টন ভিলায় ছয় মাসের ধারে থাকলেও ইউনাইটেডে ফেরার পর কোচ রুবেন আমোরিম তাকে স্কোয়াডের বাইরে রাখেন। জানুয়ারি থেকেই বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন রাশফোর্ড। শেষ পর্যন্ত তা বাস্তব রূপ পেল।

রাশফোর্ড এখন নতুন এক আক্রমণভাগে নিজের জায়গা খুঁজবেন, যেখানে লামিন ইয়ামাল, রাফিনিয়া, লেভানডভস্কি, ফেরান তোরেস ও দানি ওলমোর মতো তারকারা রয়েছেন। হ্যান্সি ফ্লিক চান, এশিয়া ট্যুরে (জাপান ও দক্ষিণ কোরিয়া) দলের সঙ্গে থাকুন রাশফোর্ড যাতে দ্রুত মানিয়ে নেওয়ার সুযোগ পান।

বার্সা সমর্থকদের জন্য এটি যেমন এক উত্তেজনাময় অধ্যায়, তেমনি রাশফোর্ডের জন্যও এটি ক্যারিয়ার পুনর্গঠনের এক সুবর্ণ সুযোগ।

রাশফোর্ডের জার্সির পেছনে কোন নম্বর থাকবে ১৯, ১৪ নাকি ২২? উত্তর মিলবে শিগগিরই, তবে বার্সেলোনায় তার যাত্রা যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।