মো. মিজানুর রহমান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তুহিন আহম্মেদ (২০) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানাপুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। সে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দোলারপাড় পশ্চিম রামখানা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২০ জুলাই) রাতে এসআই সাহানুর সঙ্গীয় ফোর্স কাউনিয়া বাসস্টান্ডে ট্রাফিক পুলিশ বক্সের সামনে লালমনিরহাট/কুড়িগ্রাম-রংপুরগামী মহাসড়কের ওপরে অবস্থান নেয়। এরপর তথ্য মোতাবেক রাত পৌঁনে ১২টার দিকে পেস্ট কালো রংয়ের ১৫০সিসি হিরো হাঙ্ক মোটরসাইকেল আসতে দেখে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃত তুহিন আহম্মেদ মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করে। পরে মোটরসাইকেলের পিছনে ও হ্যাঙ্গারে রাখা ব্যাগে ৫টি পোটলায় বাঁধা ২৩ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, রংপুর অভিমুখে মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন কালে তুহিন আহম্মেদকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।