ঢাকাMonday , 21 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ, নিহত ৭৯

NEWS EDITOR
July 21, 2025 6:09 am
Link Copied!

গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ ও অন্যান্য সংস্থার পরিচালিত স্থাপনায় ইসরায়েলি হামলায় আরও ১৩ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২১ জুলাই) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার রাতভর গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১১৫ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় অনাহারে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি নতুন এক পর্যায়ে পৌঁছেছে।

এই ভয়াবহ অবস্থা বিশ্বজুড়ে মুসলিম জনগণের ক্ষোভ উসকে দিয়েছে। তিউনিসিয়া, ইরাক, তুরস্ক, মরক্কো, লেবানন ও অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা গাজায় ইসরায়েলি অবরোধ ও গণহত্যার বিরুদ্ধে স্লোগান তুলেছেন।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮ হাজার ৮৯৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন।

অপরদিকে, ওই দিনের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।