ঢাকাThursday , 24 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

কাউনিয়ায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

NEWS EDITOR
July 24, 2025 10:36 am
Link Copied!

মো. মিজানুর রহমান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় বেসরকারি প্রাথমিক ও কিন্টারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) কাউনিয়া বাসস্ট্যান্ডের মহাসড়কে দাঁড়িয়ে দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কাউনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ বিনয় ভূষন রায় এবং সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের অন্যতম নেতা অধ্যক্ষ সাইদুল ইসলাম, অধ্যক্ষ আখতারুল কবির, সহকারী শিক্ষক পরেশ চক্রবর্তী, সহকারী শিক্ষক গায়ত্রী রানী প্রমুখ।

এ সময় বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষার্থীদের অনুষ্ঠিতব্য পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সমীপে একটি স্মারকলিপি কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রদান করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।