ঢাকাFriday , 25 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

NEWS EDITOR
July 25, 2025 8:28 am
Link Copied!

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫৭ জন। বৃহস্পতিবার ইদলিবের মারেত মিসরিন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর এএফপির।

ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানায়, বিস্ফোরণের শিকার গুদামটি তুর্কিস্তান ইসলামিক পার্টির (টিআইপি) নিয়ন্ত্রণাধীন ছিল। ধারাবাহিক বিস্ফোরণে ঘটনাস্থলে নারী ও শিশুসহ ১২ জনের মৃত্যু হয়।

টিআইপি মূলত উইঘুর যোদ্ধাদের নিয়ে গঠিত একটি দল, যারা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব এলাকায় সক্রিয় এবং বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি বার্তা সংস্থা সানার বরাতে জানায়, বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১৫৭ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তাৎক্ষণিক ও গভীর তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।