সোমবার (২৫ জুলাই) সকালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে হোটেল আর. রহমান মিলনায়তনে A+ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা।
গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ফেরদৌস সরকার রুম্মান-এর সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবিতা বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ড. মাহফুজুর রহমান আকন্দ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক।
প্রধান অতিথি বলেন, যে সফলতা তোমারা পেয়েছো এই সফলতাই শেষ সফলতা নয় আরো সফলতা আছে। একাডেমিক জীবনে সফলতার মাধ্যমে যেমন আগামীর দিনকে উদ্ভাসিত করবে তেমনই পরকালীন জীবনে সফলতার জন্য এই জীবনেই সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তোমরা অনেক ছাত্রদের মধ্য থেকে তোমাদের মেধাকে প্রমাণ করেছো। এখন তোমাদের কাজ হলো দেশ ও জাতির জন্য নিজেকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হয়ে নিজেকে তৈরি করা।
তিনি আরো বলেন, আমরা খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না।
প্রধান আলোচক বলেন, দেশ ও জাতির কল্যাণে মেধাবীদেরকে এগিয়ে আসতে হবে। নিজেদেরকে সততা, দক্ষতা ও দেশপ্রেমের নজির হিসেবে পেশ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেটিনা রংপুর শাখার সহকারি মহাপরিচালক ডা. মোহাম্মদ শাওন, রাবেয়া ক্লিনিক এন্ড নার্সিং হোমের পরিচালক ডা. আব্দুর রহিম সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ ওবায়দুল হক, সাবেক জেলা সভাপতি মোঃ আবু হাসান।
অনুষ্ঠানে ৫০০ শিক্ষার্থীর মাঝে উপহার সামগ্রী এবং ক্রেস্ট প্রদান করা হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এমন শিক্ষার্থীবান্ধব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।