সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫৭ জন। বৃহস্পতিবার ইদলিবের মারেত মিসরিন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর এএফপির।
ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানায়, বিস্ফোরণের শিকার গুদামটি তুর্কিস্তান ইসলামিক পার্টির (টিআইপি) নিয়ন্ত্রণাধীন ছিল। ধারাবাহিক বিস্ফোরণে ঘটনাস্থলে নারী ও শিশুসহ ১২ জনের মৃত্যু হয়।
টিআইপি মূলত উইঘুর যোদ্ধাদের নিয়ে গঠিত একটি দল, যারা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব এলাকায় সক্রিয় এবং বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি বার্তা সংস্থা সানার বরাতে জানায়, বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১৫৭ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তাৎক্ষণিক ও গভীর তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।