ঢাকাFriday , 25 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

কেন ভেঙে যায় আহান-সুহানার প্রেম?

NEWS EDITOR
July 25, 2025 5:38 am
Link Copied!

প্রথম সপ্তাহেই রেকর্ড গড়া আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি সাইয়ারা এখন গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শকের উচ্ছ্বাসে যখন চতুর্দিক মুখর, ঠিক তখনই শোরগোল ফেলে দিল এক প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, সাইয়ারাখ্যাত আহান পান্ডে নাকি প্রেম করতেন শাহরুখকন্যা সুহানা খানের সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তখন সুহানা ও আহান কেউই সিনেমার জগতে পা দেননি। কিন্তু পাপারাজ্জিদের কল্যাণে সুহানা ও আহান প্রথম থেকেই খবরে থাকতেন। সে সুবাদেই বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার ডেটিংয়ের ভিডিও। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে।

আরও জানা যায়, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার আগে আহানকেই নাকি মন দিয়েছিলেন সুহানা। আর কিন্তু তাদের বন্ধুত্ব গাঢ় হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি।

তবে গুঞ্জনে রয়েছে, অগস্ত্য়র জন্যই নাকি সুহানার জীবন থেকে সরে যান আহান। এরপর অগস্ত্য ও সুহানা মিলে দ্য আর্চি সিরিজে পা রাখেন। আর অন্যদিকে সাইয়ারা ছবির জন্য নিজেকে তৈরি করতে থাকেন আহান পান্ডে।

যশরাজ ফিল্মস প্রযোজিত এবং মোহিত সুরি পরিচালিত সাইয়ারা দিয়ে বলিউডে পা রাখলেন বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে। প্রথম সিনেমায় গায়ক ও প্রেমিকের চরিত্রে তার অভিনয় এবং লুক দর্শকদের মন কেড়েছে। অন্যদিকে অনিত পাড্ডা যাকে, আগে কাজলের সালাম ভেঙ্কি তে দেখা গিয়েছিল, এ সিনেমায়ও প্রশংসিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।