স্টাফ রিপোর্টার
রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর পূর্ব মুলাপাড়া গ্রাম নিবাসি বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল করিম মাস্টারের একমাত্র পুত্র দৈনিক প্রথম খবর পত্রিকার পাগলপীর প্রতিনিধি ও রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খোকন আর নেই। তিনি ব্রেন স্ট্রোক করে ২৬ শে জুলাই ২০২৫ ইং রোজ শনিবার সকাল সাড়ে ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে , এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। আজ বাদ এশা পাগলাপীর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
এ দিকে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জেলা শাখার সদস্য সচিব রংপুর সদর ৩ আসনের এমপি প্রার্থী ও মাটি মানুষের নেতা আনিসুর রহমান লাকু। তিনি এক শোক বার্তায় মরহুম সাংবাদিক খোকনের আত্মার রুহের মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী, সহ সভাপতি মামুন রশিদ, সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল-মামুনসহ সকল সদস্যবৃন্দ। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবার এর সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মহান রাব্বুল আলামিন যেন তেনাকে বেহেশত নসিব করেন। আমিন।