ঢাকাMonday , 14 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

যে কারণে কখনো মালায়লাম সিনেমায় অভিনয় করেননি শিল্পা শেঠি

NEWS EDITOR
July 14, 2025 5:11 pm
Link Copied!

কন্নড় সিনেমা কেডি – দ্য ডেভিল -এ ধ্রুব সার্জার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি কেরালার কোচিতে একটি টিজার ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় মালায়লাম সিনেমায় এখন পর্যন্ত কেন তিনি কাজ করেননি, সে প্রসঙ্গে খোলাখুলি কথা বলেন শিল্পা। খবর: পিঙ্কভিলা

অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

শিল্পা বলেন, আমি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় কাজ করেছি। মালায়লাম সিনেমারও কিছু প্রস্তাব পেয়েছি; কিন্তু কখনো হ্যাঁ বলতে পারিনি, কারণ আমি ভয় পেতাম।

অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

তিনি আরও যোগ করেন, আমি মালায়লাম সিনেমা খুব ভালোবাসি, এই ইন্ডাস্ট্রি যেভাবে আবেগকে তুলে ধরে তা আমাকে মুগ্ধ করে। কিন্তু আমি কখনোই আত্মবিশ্বাস পাইনি যে, আমি এখানে কাজ করে নিজের চরিত্রের প্রতি সুবিচার করতে পারব। তবে দেখা যাক, হয়তো একদিন মালায়লাম সিনেমাতেও কাজ করব।

শিল্পা শেঠিকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি মালায়লাম সিনেমার কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চান। উত্তরে তিনি বলেন, মোহনলাল। উনি অসাধারণ। এখনো একই রকম দেখান, আর উনি ভারতের অন্যতম সেরা অভিনেতা।

অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

এ ছাড়াও শিল্পা জানান, মালায়লাম সিনেমার মধ্যে তার সবচেয়ে প্রিয় ছবি হলো ফাজিল পরিচালিত ১৯৮৪ সালের ক্ল্যাসিক নোক্কেথাডুরাথু কন্নুম নাট্টু । তিনি বলেন, এটি আমার সর্বকালের প্রিয় সিনেমাগুলোর একটি।

অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

এদিকে, শিল্পা শেঠি অভিনীত কেডি – দ্য ডেভিল সিনেমাটি অ্যাকশন ড্রামা ধাঁচে নির্মিত। এতে শিল্পা ও ধ্রুব সার্জা ছাড়া আছেন সঞ্জয় দত্ত, রীশ্মা নানাইয়া, ভি. রবিচন্দ্রন, রমেশ অরবিন্দসহ আরও অনেকে। যদিও ছবিটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।