ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

সিভাসুতে তিন কর্মকর্তার পদাবনতি

NEWS EDITOR
July 15, 2025 3:45 am
Link Copied!

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নিয়োগে অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার ঘাটতির অভিযোগে তিন কর্মকর্তাকে পদাবনতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণ করে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পদাবনতিপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন তরিকুল ইসলাম, আদিত্য চৌধুরী ও পাপিয়া সেন। তাদের মধ্যে তরিকুল ইসলাম ও আদিত্য চৌধুরী ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা ছিলেন এবং পাপিয়া সেন ছিলেন সপ্তম গ্রেডে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় তাদের পদাবনতির এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, তরিকুল ইসলামকে ম্যানেজার (ফার্ম) পদ থেকে প্রোডাকশন অফিসার (লাইভস্টক), আদিত্য চৌধুরীকে জ্যেষ্ঠ ভেটেরিনারি সার্জন থেকে প্রোডাকশন অফিসার (পোলট্রি) এবং পাপিয়া সেনকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদাবনতি দেওয়া হয়েছে। পদাবনতিতে বর্তমানে তিনজনই নবম গ্রেডে।

সিভাসুর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান কালবেলাকে বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক চাপে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছিল, তা এই তিনজনের কারও ছিল না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অডিটেও তাদের বিষয়ে আপত্তি জানানো হয়েছে। শিক্ষার্থীরাও তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এসব কিছু বিবেচনায় পরবর্তী সময়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের সুপারিশ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।