ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে -সৈয়দা রিজওয়ানা হাসান

NEWS EDITOR
July 15, 2025 8:47 am
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার পাঞ্জর ভাঙ্গা গ্রামে তিস্তা রেল সেতুর উজানে নদী রক্ষা বাঁধ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত চায়না ও বাংলাদেশ এ দুই দেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিতে দুই দেশেরই সম্মতি লাগবে। এই কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনায় প্রথমে সরকার যাবে এবং পরে ইআরডি’র মাধ্যমে চূড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে গেলে বিস্তারিত রিপোর্ট করলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ।
উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা একটি বৃহৎ পরিকল্পনা। পূর্বের তিস্তা পাড়ের মানুষের মতামতকে উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা পাড়ের মানুষের মতামতের ভিত্তিতে চীনের সাথে পরামর্শ সাপেক্ষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন,এই সরকার ২০২৬ সালের মধ্যেই এ কাজ শুরু করতে পারবে। ভবিষ্যতে যেন তিস্তা পাড়ের মানুষ আর কোন ভাঙ্গনের শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, রংপুর জেলা প্রশাসক মো. রবিউল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের প্রধান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপ-পরিচালক মো. মোবাশশিরুল ইসলাম, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।