ঢাকাFriday , 18 July 2025
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধূলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. ধর্ম
  7. নিউজ সারাক্ষণ এক্সক্লুসিভ
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. সারাদেশ

তরুণ অভিনেতার সঙ্গে কারিনার প্রেম

NEWS EDITOR
July 18, 2025 5:55 am
Link Copied!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। পর্দায় হোক বা বাস্তব জীবনে, সাহস যেন তার দ্বিতীয় পরিচয়। নিঃসন্দেহে বলিউডের অন্যতম নির্ভীক অভিনেত্রী তিনি। চরিত্র যেটাই হোক,অভিনয়ে নিজস্ব ছাপ রেখে যান এই সুন্দরী। তবে এ বার যেন সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন। নতুন এক সিনেমায় হাঁটুর বয়সি তরুণ এক অভিনেতার সঙ্গে পর্দায় প্রেমে জড়াতে চলেছেন তিনি। বয়সের ফারাককে বুড়ো আঙুল দেখিয়ে, কারিনা এবার ভালোবাসার এমন গল্প শোনাবেন, যা চমকে দেবে দর্শকদেরও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন এই সিনেমায় কারিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। আর এই চলচ্চিত্রের চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই নতুন অধ্যায় শুরু করতে চলেছে।
এই সিনেমার গল্প লিখেছেন হুসাইন দালাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র ১ ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। ইতিমধ্যেই এই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সিনেমার নাম এবং বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই প্রকাশ হয়নি।
কারিনাকে সবশেষ দেখা যায় রহিত শেঠি পরিচালিত সিংহাম এগেইন সিনেমায়। যেখানে তিনি অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছেন। তার পাশাপাশি আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, রণবীর সিংসহ অনেকে।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ধুরন্ধর ছবির প্রথম ঝলক। সেই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সারা অর্জুন। কিন্তু পর্দায় রণবীর ও তার বয়সের ব্যবধানের কারণে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে বিতর্ক।

এ ছাড়া সিকান্দার ছবিতেও রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হতে হয়েছিল সালমান খানকে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। সিতারে জ়ামিন পার ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।