অভিনেত্রী জয়া আহসান শুধুই অভিনয়ে নন, নিজের বাগান নিয়েও ভীষণ সিরিয়াস। তার নিঃশব্দ এক আনন্দের জগৎ সেই ছোট্ট সবুজ বাগান, যেখানে তিনি সময় পেলেই মাটি খুঁড়েন, গাছ লাগান আর গাছের সঙ্গে সময় কাটান। ছবি: জয়ার ফেসবুক থেকে