বৃষ্টি মানেই শুধু জলছবি নয়, বরং ব্যস্ত জীবনের মাঝে ছোট্ট এক বিরতি। আজকের ঢাকার সকালটিও ছিল তেমনি; নরম, ধীর আর স্নিগ্ধতায় মোড়া। শহরের ক্লান্ত নাগরিকদের জন্য আজকের এই ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে থাকুক শান্তির প্রতীক।